খালেদা জিয়ার প্রয়াণে খোলা শোক বইয়ে স্মৃতিকাতর চসিক মেয়র

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ২০:১৯ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

‘বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দল মতের ঊর্ধ্বে উঠে ১৮ কোটি মানুষের নেতৃত্বে পরিণত হয়েছিলেন’, বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে খোলা শোক বইয়ে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন শ্রদ্ধা আর স্মৃতিতে এভাবেই স্মরণ করেন দেশনেত্রীকে।  

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকা গুলশান কার্যালয়ে খোলা শোক বইতে বৃহস্পতিবার দুপুরে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। 

দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়ার স্নেহ ও দিকনির্দেশনা পাওয়ার মুহূর্তগুলো গভীর শ্রদ্ধায় স্মরণ করে শোক বইতে মেয়র লেখেন, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশমাতা, দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি লেখেন, বেগম খালেদা জিয়ার জানাজা ছিল এই উপমহাদেশের সর্ববৃহৎ নামাজে জানাজা। তার নামাজে জানাজায় মানুষের উপস্থিতি প্রমাণ করেছে দলের ঊর্ধ্বে উঠে সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেত্রীতে পরিণত হয়েছেন তিনি। মহান রাব্বুল আলামিনের কাছে আমি তার জন্য দোয়া করছি। 

শোক বইয়ের পাতায় তিনি তার রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা ও বেগম জিয়ার মহানুভবতার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। দীর্ঘ সময় বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে থাকার অভিজ্ঞতা এবং তার আপসহীন নেতৃত্বের স্মৃতিগুলো শোক বইয়ের পাতায় পরম মমতায় তুলে ধরেন মেয়র।

এর আগে, গত বুধবার বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন মেয়র এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনায় জিয়ারত করে সমাধিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।