রাষ্ট্রীয় শোক দিবসেও শিল্পকারখানা খোলা রাখার অভিযোগ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১৬:৩৬ | অনলাইন সংস্করণ

  বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশের প্রথম নারী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক এবং এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ উপলক্ষে গত বুধবার সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা ও শোক পালন করার নির্দেশনা দেওয়া হয়।

সরকারি নির্দেশনা অমান্য করে সাধারণ ছুটির দিনেও চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকায় আরকান সড়কের পাশে অবস্থিত এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ খোলা রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী জানান, রাষ্ট্রীয় শোক দিবস ও সাধারণ ছুটি উপেক্ষা করে স্বাভাবিক কার্যক্রম চালু রাখায় কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা হিসেবে দেখছেন।

এ বিষয়ে উপজেলা শ্রমিকদল নেতা মো. আকরাম হোসেন দুলাল বলেন, রাষ্ট্রীয় শোক ও সরকারি ছুটির বিষয়ে সকল প্রতিষ্ঠানকে সরকারি নির্দেশনা মেনে না চলা খুবই দুঃখজনক। বিশেষ করে জাতীয় গুরুত্বপূর্ণ শোকের সময় এ ধরনের অনিয়ম করে তারা শ্রমিকদের প্রতি অন্যায় করেছে।

এ বিষয়ে জানতে চাইলে এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রির ব্যবস্থাপক আবু আলম বলেন, ডিসেম্বর মাসের শেষ কার্যদিবস বিধায় কারখানা খোলা রাখতে হয়েছে।

কারখানা খোলা রাখার বিষয়ে অবগত নয় জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে গভীর শোকের আবহ বিরাজ করছে। রাজনৈতিক দল, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা কর্মসূচির মাধ্যমে শোক প্রকাশ করছেন।