রংপুর অঞ্চলের শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১৮:০৫ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় দেড় হাজারের বেশি শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এই কর্মসূচীর অংশ হিসেবে রংপুর ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে সম্প্রতি নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছাতুনামা গ্রামের তিন শতাধিক প্রান্তিক ও অসহায় দরীদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এছাড়া রংপুর অঞ্চলের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পূর্ব বড়বালা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষ খোঁচা ইউনিয়নের গোবর্ধন গ্রামে এবং জেলার কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার রাবাইটারী এস এস দারুল খইর মাদরাসা মাঠ প্রাঙ্গণে পৃথকভাবে সংশ্লিষ্ট এলাকায় আরও দেড় হাজার প্রান্তিক ও অসহায় দরীদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর ব্যাংকার্স ক্লাবের সভাপতি ও বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক রংপুর জোন প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মতিউর রহমান, বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার পরিচালক ও ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ দেওয়ান সিরাজ এবং যুগ্ম পরিচালক ও ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুস্তফা সা’দী সাবেরীন তৌহিদ, জনতা ব্যাংকের রংপুর মহা ব্যবস্থাপক ও এরিয়া প্রধান আব্দুর বারেক চৌধুরী, পূবালী ব্যাংকের রংপুর জোন প্রধান আলতাফ হোসেন ও ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক, ইসলামী ব্যাংক রংপুর শাখা প্রধান সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব আলী, ক্লাবের সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংক ধাপ শাখা প্রধান অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এইচ এম রাশেদুল ইসলাম সহ অন্যান্য ব্যাংকের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
