সিরাজগঞ্জে মন্দিরে দুর্ধর্ষ চুরি, পুলিশের তদন্ত শুরু
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ২১:০০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে তাড়াশ পৌর এলাকার পূর্ব সোলাপাড়া মহল্লার একটি মন্দিরে দুর্দর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দানবাক্সের তালা ভেঙে টাকাসহ বেশ কিছু মালামাল নিয়ে যায়। এ ঘটনায় মন্দিরপাড়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার রাতে চোরেরা ওই মন্দিরে বিশেষ কৌশলে প্রবেশ করে এবং মন্দিরের দানবাক্সের তালা ভেঙে নগদ টাকা ও থালা-বাসনসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে।
তবে দানবাক্স থেকে কত টাকা নেওয়া হয়েছে, সে তথ্য এখনও জানা যায়নি।
শুক্রবার সকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যেই এ ঘটনায় পুলিশের বিশেষ তদন্ত শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
