মুন্সীগঞ্জ-৩ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৫ জনের বৈধ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ২১:১৬ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহীসহ ৪ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার। শুক্রবার সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই সংক্রান্ত সভায় এ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

তথ্যে গরমিল, তথ্য গোপনীয়তাসহ বিভিন্ন অভিযোগে এসব মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন জেলা বিএনপির সদস্য সচিব ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন, কমিউনিস্ট পার্টির প্রার্থী শ ম কামাল, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী নূর হোসেন নূরানী এবং লেবার পার্টির প্রার্থী আনিস মোল্লা। তবে তারা মনোনয়ন পুনর্বিবেচনার জন্য আপিলের সুযোগ পাবেন।

এদিকে আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনসহ ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।

মনোনয়ন বৈধ হওয়া অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মো. আরিফুজ্জামান দিদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ মো. শিমুল, খেলাফত মজলিশের প্রার্থী আব্বাস কাজী এবং ইসলামী আন্দোলনের প্রার্থী সুমন দেওয়ান। যাচাই-বাছাই সভায় মোট ৯ জন প্রার্থী উপস্থিত ছিলেন।