রংপুর-৩ আসনে বৈধ বিএনপি, জাপা, জামায়াতসহ ৭ প্রার্থী, বাতিল ৩
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ২১:২১ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৩ (সদর) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
মনোনয়ন যাচাই শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে বিভিন্ন অনিয়ম ও অসম্পূর্ণতার কারণে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আয়কর সংক্রান্ত কাগজপত্র, সম্পদ বিবরণী, নাগরিকত্ব, বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিল পরিশোধের প্রমাণসহ নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় সব তথ্য খুঁটিয়ে পরীক্ষা করা হয়েছে।
যাচাই শেষে যেসব প্রার্থী সব শর্ত পূরণ করতে সক্ষম হয়েছেন, তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু, জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী আব্দুল কুদ্দুস, বাংলাদেশ খেলাফত মজলিসের নুর আলম সিদ্দিক এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।
অন্যদিকে, বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, বাসদ-মার্ক্সবাদী প্রার্থী আনোয়ার হোসেন বাবলু এবং তৌহিদুর রহমান রাজু।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটার তালিকায় অসংগতি থাকায় রিটা রহমানের মনোনয়ন বাতিল করা হয়। হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করায় আনোয়ার হোসেন বাবলুর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
এ ছাড়া টেলিফোন বিল বকেয়া এবং গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তৌহিদুর রহমান রাজুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ে আমাদের প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ায় আমরা সন্তুষ্ট। আশা করি, জনগণের সমর্থনে একটি শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, এই আসনে আমরা জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত। মাঠের পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে।
জামায়াত প্রার্থী মাহবুবুর রহমান বেলাল বলেন, জনগণ এবার জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করবে। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ প্রকৃত গণতান্ত্রিক শক্তির পক্ষেই অবস্থান নেবে।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত আচরণবিধি মানার ক্ষেত্রে প্রার্থীদের সহযোগিতা সন্তোষজনক। সবাইকে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলতে হবে।
মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে রংপুর-৩ সদর আসনে নির্বাচনী কার্যক্রম নতুন গতি পেয়েছে। বৈধ প্রার্থীরা এখন প্রচারণা ও সাংগঠনিক প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রাজনৈতিক নেতারা।
মনোনয়ন যাচাই শেষে এই আসনে নির্বাচনী উত্তাপ ও রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।
ভোটের মাঠে বৈধ প্রার্থীদের সরব উপস্থিতি ও প্রচারণায় রংপুর-৩ আসনে এবার জমে উঠবে বহুমাত্রিক নির্বাচনী লড়াই— এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
