গুলিতে বিএনপি নেতার মৃত্যু: বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১৬:৪৯ | অনলাইন সংস্করণ

  বেনাপোল (যশোর) প্রতিনিধি

দুর্বৃত্তদের গুলিতে যশোর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন নিহত হওয়ার ঘটনায় যশোর সীমান্তে তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি।

শনিবার (৩ জানুয়ারি) যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ায় পরপরই যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

এ ঘটনায় জড়িত পলাতক আসামিরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে যশোর সীমান্তে ব্যাপক নজরদারি ও অতিরিক্ত চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। একইসঙ্গে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও যে সকল সীমান্তে কাঁটাতারের বেড়া নেই সে সকল সীমান্তে নজরদারী বৃদ্ধি করা হয়েছে ।

এ ব্যাপারে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মোঃ আলমগীর হোসেন নিহতের ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।