মুন্সীগঞ্জে মাঠ পরিদর্শন করলেন কৃষি কর্মকর্তা, দিলেন পরামর্শ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ২০:৩৬ | অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ও পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন ফসল জমির মাঠ পরিদর্শন করলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিয়াসাত সাদাত হোসেন।

সোমবার (৫ জানুয়ারি) তিনি এই পরিদর্শনে বের হন।

সদর উপজেলার বিষমুক্ত সবজি গ্রাম হিসেবে পরিচিত বজ্রযোগীনি ইউনিয়নের গুহপাড়া এবং পুকুরপাড়া গ্রামে কৃষি প্রণোদনার শসা, মিষ্টি কুমড়া, লাউ, বেগুন, টমেটো, সীম, লালশাক, বাটি শাক ও ধনিয়াপাতার জমি পরিদর্শন করেন। এসময় তিনি খাদ্য উৎপাদনে সম্মুখ সারির যোদ্ধা কৃষকদের সময়োপযোগী কৃষি পরামর্শও প্রদান করেন। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের অধীনে বাস্তবায়িত প্রদর্শনী প্লট পরিদর্শন করে এবং নিয়ম অনুযায়ী যথাসময়ে আগাছা পরিষ্কার, ছত্রাক ও বালাইনাশক স্প্রে বিশেষ করে জৈব বালাই নাশক স্প্রে করার পরামর্শ দেন। সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় বাস্তবায়িত উচ্চ মূল্যের ফসল তরমুজ, ব্রকলি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ ও আলুর প্রদর্শনী প্লট পরিদর্শন করে নিয়ম মাফিক আন্তঃ পরিচর্যা করার পরামর্শও দেন তিনি।

মাঠ পরিদর্শনে কৃষি কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষক কৃষানি এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, আবহাওয়া ভালো থাকলে এবং কৃষক সঠিক সময়ে সঠিক পরিচর্যা করলে ভালো ও ফলন পাবেন এটাই প্রত্যাশা।