চুয়াডাঙ্গায় যুবককে শ্বাসরোধে হত্যা
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১৩:৩৭ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গলায় বেল্ট পেঁচিয়ে অজ্ঞাতপরিচয় এক যুবককে (৪১) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আলমডাঙ্গা খাসকররা ইউনিয়ানের কায়েতপাড়া গ্রামের বিলের মাঠ থেকে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহত ওই যুবকের পরিচয় জানা যায়নি। তবে তার পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্ট, সাদা রঙের গেঞ্জি, কালো রঙের হুডি ও নীল রঙের জ্যাকেট।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার কায়েতপাড়া গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করবে বলে জানান ওসি।
