বিনা অপরাধে আ.লীগের কাউকে গ্রেপ্তার করতে দেওয়া হবে না: বিএনপি নেতা হাবিব
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১৫:২৩ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিনা অপরাধে নিরীহ মানুষের ওপর জুলুম করতে দেওয়া হবে না। একইভাবে বিনা অপরাধে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেও গ্রেপ্তার করতে দেওয়া হবে না।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ঈশ্বরদী রেলগেট এলাকায় আলহাজ্ব খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের অসহায় মানুষের দুঃখ-কষ্ট কখনো সহ্য করতে পারতেন না। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং দলের নেতাকর্মীদেরও অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন এ দেশের মাটি ও মানুষের কল্যাণের কথা ভেবেছেন। যারা আওয়ামী লীগকে সমর্থন করেছেন কিন্তু কোনো অন্যায় বা অপকর্মের সঙ্গে জড়িত নন, তাদের যেন কোনোভাবেই হয়রানির শিকার হতে না হয়। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে।
ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র মোকলেছুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, রেজাউল করিম শাহিন, হাসিবুর রহমান হাক্কে মণ্ডল, যুবদল নেতা রফিকুল ইসলাম রকি, সাবেক ছাত্রদল নেতা ইমরুল কায়েস সুমন, রফিকুল ইসলাম নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
