সাতক্ষীরায় শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ২০:১৫ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে “শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ক্রিকেট লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, ছাত্র সংগঠনগুলোর মধ্যে জেলা ছাত্রদল নেতা অর্ঘ্য বিন জুয়েল, ইসলামি ছাত্রশিবির শহর সভাপতি মুঃ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার আহ্বায়ক আরাফাত হোসেন, ইসলামি ছাত্র আন্দোলন জেলা সভাপতি আব্দুল মুকিত, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন, আপ বাংলাদেশের জেলা আহ্বায়ক আক্তারুল ইসলাম প্রমুখ।

পুলিশ সুপার আরেফিন জুয়েল এসময় বলেন, শহীদ ওসমান হাদী আধিপত্য বিরোধী আন্দোলনের অনুপ্রেরণা। তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে জীবন দিয়ে দেশ ও সুস্থ সংস্কৃতির জন্য কাজ করতে হয়। এদেশের মানুষ কখনো শহীদ শরীফ ওসমান হাদীকে ভুলবে না।

আয়োজকেরা জানান, শহীদ ওসমান হাদীর আদর্শকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং সুস্থ ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা এগিয়ে নিতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।