দর্শনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১৮:৫১ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার আজিমপুরে ডোবার পানিতে ডুবে সাঈদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বাড়ির পাশের ডোবাতে এ ঘটনা ঘটে।
নিহত সাঈদ উপজেলার দর্শনা পৌরসভার আজমপুর কবরস্থান এলাকার মোহাম্মদ রুবেল হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শুক্রবার বিকেলে সাঈদ বাড়ির পাশে খেলা করার সময় ডোবাতে পড়ে যায়। এরপর তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ডোবা থেকে তার লাশ উদ্ধার করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আমি ঘটনাটি শুনেছি।
