হাজীগঞ্জে ০৯ নং গন্ধর্বপুর উত্তর ইউনিয়ন যুবদলের কর্মী সভা
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ২১:৫২ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ০৯নং গন্ধর্বপুর উত্তর ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে হরিপুর ঈদগাহ মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদলের সভাপতি মহিন উদ্দিন মাইনু-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য নবগঠিত অনুমোদিত হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির সুৃমন।
সভায় ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শুকুরুল আলম, যুগ্ম-আহ্বায়ক মো. জুলহাস চৌধুরী, মো. শাহিদুর ইসলাম শাহিদ।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টার, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, ০৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মেম্বার, ০৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাসেদুল হাসান মিরন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা আক্তার হোসেন মেম্বার, যুবনেতা আমজাদ হোসেন, আক্তার হোসেন মিজি, যুবনেতা হাবিবুর রহমান, ইকবাল হোসেন, মহিন, জাহিদুল ইসলাম, আফছার উদ্দিন টিপু-সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
