চুয়াডাঙ্গা সীমান্তে হতদরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৬:২৬ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়ানের সহযোগিতায় বড়বলদিয়া সীমান্তে হতদরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সীমান্ত ব্যাংক।

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা সীমান্তবর্তী বড়বলদিয়া স্কুল মাঠে এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক সৈকত হাসান মানিক, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ, সুবেদার মেজর গোলাম গাউস, বড়বলদিয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. সহিদুল ইসলাম প্রমুখ।

চুয়াডাঙ্গা সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকার ৩০০ জন হতদরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।