সিরাজগঞ্জে ছাত্র হত্যা মামলার আরো এক আসামি গ্রেপ্তার
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৭:৫২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কলেজ ছাত্র আব্দুর রহমান রিয়াদ হত্যা মামলার আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলার গ্রেতার সংখ্যা হলো ৬।
গ্রেপ্তারকৃত শিশু আসামি (১৬) সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্দি মহল্লার শহিদুল ইসলামের ছেলে।
শহরের ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ও এ মামলার তদন্তকারী অফিসার তাজ মিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ২৮ ডিসেম্বর প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয় ওই কলেজ ছাত্র এবং ওইদিন বিকেল পৌনে ৫ টার দিকে শহরের চৌরাস্তা মোড়ের বাহিরগোলা সড়কে সিএনজিতে বসে থাকা অবস্থায় তাকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এ ব্যাপারে রিয়াদের বাবা রেজাউল করিম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার শিকারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, পুলিশ ও র্যাব-১২ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মামলায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু আলোকিত বাংলাদেশকে বলেন, শহরে প্রকাশ্যে দিবালোকে ওই কলেজ ছাত্র হত্যা মামলাটি বিশেষ তত্বাবধানে তদন্ত ও গ্রেফতার অভিযান চলছে।
তিনি উল্লেখ করেন, এ মামলার বাকি আসামীদের দুই থেকে চার দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে।
