বেগমগঞ্জে তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদান প্রদান

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৯:৫৩ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের দলের দায়িত্ব গ্রহণ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মীয়ের মাগফিরাত কামনায় মিলাদ-দোয়া এবং নিহত বিএনপি নেতা সামছুল আলম লিটনের পরিবারের মাঝে তারেক জিয়ার পক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আবদুল করিম সেন্টু, ইউনিয়নের চেয়ারম্যান শাইদুর রহমান শাহিন, জেলা যুবদলের সহ-সম্পাদক নুরুল আমিন, চৌমুহনী পৌর যুবদলের সদস্য সচিব জিএস নিজাম উদ্দিন, যুবদলের সদস্য সায়েম হোসেন সুমন, যুবদলের সদস্য ফয়জুল করিম সুমন, যুবদল নেতা মহিন উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া শেষে বিএনপি নেতা সামছুল আলম লিটনের কবর জিয়ারত করা হয় এবং দেশবাসীসহ সকলের জন্য দোয়া মোনাজাত করা হয়।