হাজীগঞ্জে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ২১:২৯ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি আয়োজিত শনিবার (১০ জানুয়ারি) বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম। মাদ্রাসার পক্ষে বক্তব্য রাখেন সুহিলপুর এবিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রহীম, স্কুলের পক্ষে পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ।
অনুষ্ঠান পরিচালনা করেন সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদ হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক চন্দ্র দাস, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ পরান, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোৎস্না আক্তার, বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, টঙ্গিরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান মোঃ ইসমাইল হোসেন, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন সরকার, বড়কূল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হক, বড়কূল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, দেশগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, পালিশারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবু রতনসহ হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
