নালিতাবাড়ীতে শিশুর ওপর হামলার ঘটনায় মানবিক সহায়তা

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ২১:৪০ | অনলাইন সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক নরপিশাচের ছোবলে আহত ৯ বছর বয়সী চতুর্থ শ্রেণীর শিশুটির পাশে দাঁড়ালো ‘নকলা অদম্য মেধাবী সংস্থা’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। গুরুতর আহত ও মানসিকভাবে বিপর্যস্ত শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। কিন্তু দরিদ্র বাবা তার চিকিৎসার ব্যয় বহন করার পাশাপাশি সংসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। এমন তথ্য পেয়ে গুরুতর আহত ও মানসিকভাবে বিপর্যস্ত শিশুটির পাশে দাঁড়িয়েছে মানবিক ও স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।

শনিবার জেলার নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে আহত শিশুটির বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের কাছে চিকিৎসা খরচ বাবদ নগদ ২০ হাজার ৫০০ টাকা তুলে দেওয়া হয়।

এর মধ্যে ২০ হাজার টাকা সহায়তা দিয়েছেন নকলা অদম্য মেধাবী সংস্থার নির্বাহী পরিচালক অস্ট্রেলিয়া প্রবাসী আবু শরীফ কামরুজ্জামান এবং ৫০০ টাকার মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ৩০০ টাকা ও অন্য একজন ২০০ টাকা সমানভাবে সহায়তা করেছেন।

এসময় নকলা অদম্য মেধাবী সংস্থার অনুদান বিষয়ক সম্পাদক মোশমাররফ হোসেন শ্যামল, ইউনাইটেড ফর হিউম্যানিটি’র সাধারণ সম্পাদক সাদ আল জুনাইদ, মানব কল্যাণ সংস্থা ইনসাফ’র চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী, আহত শিশুটির প্রতিবেশী মাওলানা ফখরুল ইসলাম ও মাওলানা আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় স্বেচ্ছাসেবক মো. জাকির হোসেন ও আল আমিন ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি (সোমবার) উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পলাশীকুড়া গ্রামের মৃত শমশের আলীর ছেলে ফেরিওয়ালা ইসলাম উদ্দিন (৫৫) দরিদ্র এক বাবার ৯ বছর বয়সী চতুর্থ শ্রেণীর শিশুটিকে কসমেটিক্স ও নগদ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ গৃহে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষিতা রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানালে স্বজনরা তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ন্যাক্কারজনক এই ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ধর্ষক ইসলাম উদ্দিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপরে আহত শিশুটির মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষক ইসলাম উদ্দিনকে আদালতে হাজির করলে বিচারক তাকে শেরপুর কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। ধর্ষক ইসলাম উদ্দিন কারাবন্ধী রয়েছেন।

এরইমধ্যে নরপিশাচ ইসলাম উদ্দিনের ফাঁসির দাবিতে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন আলেম-উলামা পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ওই মানববন্ধন শেষে ধর্ষক ইসলাম উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।