চুয়াডাঙ্গায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ২২:০৫ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে জীবননগর উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ কেন্দ্র পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কামাল হোসেন ও পুলিশ সুপার মনিরুল ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা হতে বিকাল পর্যন্ত জীবননগর থানাধীন ঝুঁকিপূর্ণ বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা ভোটকেন্দ্রসমূহের নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোট গ্রহণের পরিবেশ এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়, যাতে ভোটারগণ শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

এ সময় তারা বলেন, জেলা প্রশাসন ও জেলা পুলিশ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং এ লক্ষ্যে মাঠ পর্যায়ে নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে।

এছাড়াও তারা সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ করার ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে সহযোগিতা চান।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); আল-আমীন, উপজেলা নির্বাহী অফিসার; সোলায়মান শেখ, অফিসার ইনচার্জ, জীবননগর থানা সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।