‘আ. লীগ নেই, আমরা তো আছি’, মন্দিরে জাহিদুর রহমানের অভয়বাণী
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ২২:১১ | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি

দেশের রাজনৈতিক মানচিত্রে এখন নতুন সুর। দীর্ঘ শাসনের অবসানে আওয়ামী লীগ যখন কার্যত দৃশ্যপটের আড়ালে, তখন শূন্যস্থান পূরণে তৎপর বিএনপি। আর সেই আবহেই ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানের একটি মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে সামাজিক মাধ্যমে।
পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জাহিদুর।
সেখানকার শ্রী শ্রী মঞ্জুরা কালী মন্দিরে আয়োজিত ‘হরি বাসর’ উৎসবে উপস্থিত পুণ্যার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেহেতু নেই, আমরা আছি। যে কোনও বিপদ-আপদে আমরা আপনাদের পাশে ছিলাম, আগামীতেও থাকব।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যে নিরাপত্তাহীনতার চোরাস্রোত বইছে, জাহিদুরের এই মন্তব্য আসলে সেই ক্ষতে প্রলেপ দেওয়ারই এক কৌশল। আওয়ামী লীগের দীর্ঘ অনুপস্থিতিতে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক যাতে হাতছাড়া না হয়, সেই লক্ষ্যেই ‘ধানের শীষ’ প্রতীকের এই কাণ্ডারি সরাসরি তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।
তিনি বলেন, ‘আমি এসেছি আপনাদের সঙ্গে পরিচিত হতে। আমার মার্কা ধানের শীষ, আপনারা ভোট দেবেন।’
ইতিমধ্যেই তাঁর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। কেউ কেউ একে সাম্প্রদায়িক সম্প্রীতির পথে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার সমালোচকদের একাংশ একে নিছকই নির্বাচনী বৈতরণী পার হওয়ার ‘ভোট রাজনীতি’ বলে কটাক্ষ করতে ছাড়ছেন না।
তবে যেভাবেই দেখা হোক না কেন, ঠাকুরগাঁওয়ের এই গ্রামীণ মন্দিরের চত্বর থেকে জাহিদুর রহমান যে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছেন, তা বর্তমান প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
