চবি উপাচার্যের সঙ্গে ১৯তম চট্টগ্রাম রোভার মুটে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১৮:৫২ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১৯তম চট্টগ্রাম রোভার মুটে অংশগ্রহণকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের চারটি ইউনিটের রোভার স্কাউট ও গার্ল-ইন রোভাটরের সদস্য, বিদায়ী ও নতুন সিনিয়র রোভার মেটগণ।
শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় চবি উপাচার্য দপ্তর ও উপ-উপাচার্যদের দপ্তরে পৃথকভাবে এ সাক্ষাৎ করেন তারা।
রোভার মুটের অসাধারণ সাফল্যের জন্য উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে নতুন চার সিনিয়র রোভার মেট— সাব্বির মাহমুদ সাকিব, শহীদুল ইসলাম সামী, পার্থিব বড়ুয়া ও জিহানা আফরোজকে অভিনন্দন জানান।
এছাড়া নানা কার্যক্রম ও সাফল্যের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে গর্বিত করার জন্য সদ্য বিদায়ী সিনিয়র রোভার মেট শরীফ উদ্দিন ইভান, স্বস্তিকা সচী পূজা ও মারুফ ইসলামের ভূয়সী প্রশংসা করেন তিনি।
উপাচার্য বলেন, সদ্য বিদায়ী সিনিয়র রোভার মেটরা যে সুন্দর সুন্দর উদ্যোগ নিয়েছে, কাজ করেছে এবং দলকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে— তা সত্যিই প্রশংসার দাবিদার। নতুন দায়িত্বপ্রাপ্তরাও আরও ভালো করবে এ প্রত্যাশা রাখি।
উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, নতুন দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানাই এবং বিদায়ী সিনিয়র রোভার মেটদেরও ধন্যবাদ ও শুভেচ্ছা। তাদের দক্ষ নেতৃত্ব রোভার স্কাউটকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যে পুরো বিশ্ববিদ্যালয় আজ তাদের প্রশংসা করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন রোভার স্কাউট কার্যক্রমকে অগ্রাধিকার দিচ্ছে। তাদের নেতৃত্ব নতুনদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক হাবিবুর রহমান জালাল এবং গ্রুপ কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।
উল্লেখ্য, গত ২০–২৪ ডিসেম্বর ২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ১৯তম চট্টগ্রাম রোভার মুটে কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ। উক্ত মুটে মোট ২৪টি গৌরব পতাকা অর্জনের মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য লাভ করে দলটি।
