ঠাকুরগাঁওয়ে মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে সতর্কতামূলক কার্যক্রম

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২০:২১ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার ডিবি (গোয়েন্দা) পুলিশের ওসি গোলাম রসূলের নেতৃত্বে জেলার পাঁচটি উপজেলায় মাদক, জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

রোববার (১১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত একযোগে সদর উপজেলা, বালিয়াডাঙ্গী, নেকমরদ, রাণীশংকৈল এবং হরিপুর উপজেলার বিভিন্ন এলাকায় গণসচেতনতামূলক সভা, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয় জনগণকে এসব অপরাধের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা হয়।

ওসি গোলাম রসুল তার বক্তব্যে বলেন, “মাদক ও জুয়া আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ শুধু ব্যক্তি ও পরিবার নয়, পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা ডিবি পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। কঠোর অভিযানের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সামাজিক ব্যাধি থেকে জেলাকে মুক্ত করতে চাই। সকলের সহযোগিতা ছাড়া এ লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব নয়।”

এই কর্মসূচিতে বিভিন্ন এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও যুবকেরা অংশ নেন। স্থানীয়রা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সদর উপজেলার জাহিদুল ইসলাম নামে এক শিক্ষক বলেন “ওসি গোলাম রসূলের এই ধরনের সরাসরি জনসংযোগ ও সচেতনতামূলক কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। এলাকায় মাদকের প্রভাব কমাতে পুলিশের পাশাপাশি আমাদেরও দায়িত্ব রয়েছে। আশা করি এই অভিযান অব্যাহত থাকবে।”

বালিয়াডাঙ্গী উপজেলার শর্মিলা বেগম বলেন, “আমাদের যুবকেরা জুয়া ও মাদকের কারণে পরিবারের সর্বনাশ হচ্ছে। পুলিশ যেভাবে গ্রামে গ্রামে এসে সতর্ক করছে, তাতে অনেকেই এখন সচেতন হচ্ছেন। এটা সত্যিই একটা ইতিবাচক পদক্ষেপ।”

পুলিশ সূত্র জানায়, এই সতর্কতামূলক কর্মসূচির পাশাপাশি জেলাজুড়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে গোপন ও প্রকাশ্য অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের কর্মসূচি জেলার সামাজিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।