মানিকগঞ্জে হাসপাতালে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ স্বজনদের
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২০:৪৭ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে সিজারিয়ান অপারেশন করাতে গিয়ে মৃত্যু হয়েছে নিপা ঘোষ (২১) নামে এক নারীর। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন স্বজনরা।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৮টার দিকে মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বেসরকারি ডেল্টা জেনারেল হাসপাতালে ঘটনাটি ঘটে।
নিহত নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চকবাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী।
স্বজনদের বরাতে জানা যায়, সিজারিয়ান অপারেশনের সময় জটিলতা দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়। পরে অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন।
নিপার স্বামী রিপন কুমার ঘোষ বলেন, “আমার স্ত্রী সুস্থ অবস্থায় অস্ত্রোপচার কক্ষে যায়। পরে জানানো হয় জটিলতা দেখা দিয়েছে এবং ঢাকায় নিতে হবে। কিন্তু ওটি থেকে বের করার সময়ই দেখি তার পালস ছিল না। পরে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বলেন, রোগী আগেই মারা গেছে।”
এ বিষয়ে অপারেশন করা গাইনি বিশেষজ্ঞ ডা. সঞ্চিতার সঙ্গে বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কর্মস্থলেও তাকে পাওয়া যায়নি।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে ডেল্টা জেনারেল হাসপাতালে গেলে চেয়ারম্যান মো. জহির রায়হান “আসছি” বলে সরে যান। পরে তাকে আর পাওয়া যায়নি। ফলে হাসপাতালের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মানিকগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্বজনরা জানান, কয়েকদিন আগেই নিপার বাবা মারা যান। পরপর দুই মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা চলছে।
