বীরগঞ্জে নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৫:১৬ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। 

সভায় বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপঙ্কর বর্মন, বীরগঞ্জ থানার তদন্ত ওসি শিহাব উদ্দিন, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. শাহরিয়ার মান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহা. জুলফিকার আলী শাহ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম সহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন তার বক্তব্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা এবং প্রয়োজ্য আইন বিধি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।