সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৬:৪৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোনাকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

রোববার বিকেলে শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোনা সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদ নগর বেপারীপাড়া মহল্লার মৃত ইসলামের ছেলে।

র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়েছে, গত ২০২০ সালের ২ মার্চ সোনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক সোনার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন। সেইসাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ রায় ঘোষণার পর থেকে পরিচয় পরিবর্তন করে সে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যেই তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।