সিরাজগঞ্জে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার আশা

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৮:২৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে এবার মৌসুমি রোপা আমন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার আশা করা হচ্ছে। ইতোমধ্যেই কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ অভিযান শেষ হয়েছে। তবে মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ অভিযান অব্যাহত রয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, জেলার ৯টি উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ৮৪২ মে. টন মৌসূমি রোপা আমন ধান ও চুক্তিভিত্তিক ২৭৫ জন মিলারের কাছ থেকে প্রায় সাড়ে ১৪ হাজার মে. টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি বিধিমতে গত ২০ নভেম্বর থেকে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের তত্ত্বাবধানে এ ধান ও চাল সংগ্রহের অভিযান শুরু করা হয়েছে। ইতোমধ্যেই প্রতি কেজি ধান ৩৪ টাকা দরে উল্লেখিত ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা শেষ হয়েছে। এ জেলার ৯টি উপজেলার সরকারি গুদাম সমূহে সরাসরি কৃষকদের কাছ থেকে এ ধান সংগ্রহ করা হয়েছে। এছাড়া চুক্তিভিত্তিক মিলারদের কাছ থেকে ৫০ টাকা কেজি দরে প্রায় ১৩ হাজার মে. টন চাল সরবরাহ করা হয়েছে এবং বাকি চাল সংগ্রহ অব্যাহত রয়েছে। এ জেলার রায়গঞ্জ, উল্লাপাড়া ও সিরাজগঞ্জ সদর উপজেলায় ধান চাল সংগ্রহের বরাদ্দ বেশি। তবে শীত জনিত কারণে এ সংগ্রহ অভিযান কিছুটা বিঘ্ন ঘটছে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই এ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। গত বছরের তুলনায় এবার ধান চাল সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

খাদ্য সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা সিরাজগঞ্জ সদর এলএসডির (গ্রেড-১) মঈন উদ্দীন বলেন, গত কয়েক বছরের চেয়ে এবার জেলায় ধান চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা অনেকটাই কম। তবে এ লক্ষ্যমাত্রা কম হলেও সরকারি বিধিমতে রোপা আমন ধান চাল সংগ্রহ অভিযান প্রায় শেষের দিকে এবং নির্ধারিত সময়ের মধ্যে এ অভিযান শেষ হবে।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুন অর রশীদ আলোকিত বাংলাদেশকে বলেন, সরকারি বিধিমতে এবার জেলায় ধান চাল সংগ্রহ অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই ধান সংগ্রহ শেষ হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই (২৮ ফেব্রুয়ারি) চাল সংগ্রহ অভিযান শেষ হবে।

এ ধান চাল সংগ্রহ অভিযানে জেলা উপজেলা প্রশাসন নজর রাখছেন বলে তিনি উল্লেখ করেন।