
সাধারণ জনগণ, রাজনৈতিক নেতাকর্মী ও প্রার্থীদের সম্মিলিত আন্তরিকতায় সারা দেশের মতো রাজবাড়ীতেও একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, “গণভোট একটি জাতির দীর্ঘমেয়াদি গতি-প্রকৃতি নির্ধারণ করে। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা বহুস্তরীয় ও বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছি, যাতে ভোটগ্রহণ শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।”
এ সময় তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে সকল ভোটারকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, সেনাবাহিনী, র্যাব ও বিজিবির প্রতিনিধিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, তাদের মনোনীত প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় অংশগ্রহণকারী প্রার্থী ও সাংবাদিকরা জেলার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের বিষয় তুলে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন এবং এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মতবিনিময় সভা শেষে ঢাকা বিভাগীয় কমিশনার রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের ‘কিডস কর্নার’, অফিসার্স ক্লাব রাজবাড়ীর ইনডোর প্রকল্প এবং জেলা প্রশাসকের বাসভবনের মূল ফটকসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।