ওয়ার্ডে ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলা হচ্ছে: মেয়র ডা. শাহাদাত
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৯:৫৪ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে চট্টগ্রাম নগরীর প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে খেলার মাঠ ও ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত চেতনা তৈরি হয়— যা একটি শক্তিশালী জাতি গঠনের ভিত্তি।
সোমবার (১২ জানুয়ারি) সকালে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম আয়োজিত জেলা ক্রীড়া অফিস স্কুল ভলিবল প্রতিযোগিতা–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিযোগিতাটি জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬ এর আওতায় অনুষ্ঠিত হয়।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি সামাজিক আন্দোলন। মাঠে সময় কাটালে শিক্ষার্থীরা মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে থাকে। তাই নগর সরকার হিসেবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ক্রীড়াচর্চার পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রামের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াসউদ্দিন বাবর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল্লা মুনির। এসময় সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষকবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক, ক্রীড়া সংগঠক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবারের প্রতিযোগিতায় মোট ছয়টি স্কুল দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় কাস্টমস ল্যাবরেটারী স্কুল, চট্টগ্রাম সরাসরি ২–০ সেটে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতার প্রথম পর্বে কাস্টমস ল্যাবরেটারী স্কুল ২–০ সেটে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। অপরদিকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ২–০ সেটে তৌহিদুল আনোয়ার হাই স্কুলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে ওঠে। সেমিফাইনালে কাস্টমস ল্যাবরেটারী স্কুল ২–০ সেটে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ২–০ সেটে হালিশহর আলহাজ্ব মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
খেলা শেষে সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াসউদ্দিন বাবর এবং জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
