ঢাকা সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার ক্ষতি

চুয়াডাঙ্গায় ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার ক্ষতি

চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়া গুদা বাজারে বিএনপি নেতার ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খাড়াগুদা বাজারে অবস্থিত বিএনপি নেতা আলী মিয়ার ফার্নিচারের দোকানে আগুন ধরে যায়। এরপর চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। তাৎক্ষণিক ফার্নিচারের দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

ফার্নিচার মালিক আলী মিয়া জানান, দীর্ঘ ১৫ বছর ধরে তিল তিল করে এই ফার্নিচারের দোকানটি গড়ে তুলেছি। এক রাতেই এসব শেষ হয়ে গেল।

তিনি আরো জানান, তার দোকান পুড়ে ২৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা,ফার্নিচারের দোকান,অগ্নিকাণ্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত