নকলায় ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন ও মোবাইল নম্বর সংশোধন

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ২১:৩৬ | অনলাইন সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় সমাজসেবা অধিদপ্তরাধীন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলার বিভিন্ন ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন ও তাদের ব্যবহৃত মোবাইল নম্বর সংশোধন বা পরিবর্তনের কাজ চলছে।

রোববার দুপুরে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের সামনে সরেজমিনে গিয়ে দেখা যায়, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতাভোগীরা লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে দায়িত্বশীলদের কাছে কাঙ্ক্ষিত সেবা নিচ্ছেন।

৫নং বানেশ্বর্দী ইউনিয়নে কর্মরত ইউনিয়ন সমাজকর্মী মো. মিলন মিয়া এবং পৌরসভা ও ৭নং টালকী ইউনিয়নে কর্মরত ইউনিয়ন সমাজকর্মী এস. এম. মোফাখখারুল আলম বিভিন্ন বয়স ও শ্রেণির নারী-পুরুষ ভাতাভোগীদের সেবাদানে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার প্রতিটি ইউনিয়নে সুবিধাজনক বিভিন্ন স্থানে ক্যাম্পেইনের মাধ্যমে ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন ও তাদের ব্যবহৃত মোবাইল নম্বর সংশোধন বা পরিবর্তনের সেবা প্রদান করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।

আর তাদের কাজে সার্বিক সহযোগিতা করছেন স্থানীয় স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশগণ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান হাসান জানান, উপজেলায় মোট ১০ হাজার ৪৭৭ জন বয়স্ক ভাতাভোগী, ৬ হাজার ৪ জন বিধবা এবং ৪ হাজার ৭৯ জন প্রতিবন্ধীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভাতাভোগীর আওতায় আনা হয়েছে।

তিনি আরও জানান, বার্ধক্যজনিত কারণসহ যেকোনো কারণে কোনো ভাতাভোগী মারা গেলে তার স্থলাভিষিক্ত করার জন্যই লাইফ ভেরিফিকেশন করা হয়। এছাড়া অনেকের মোবাইল বা সিম কার্ড নষ্ট হয়ে গেলে বা কোনো কারণে হারিয়ে গেলে তখন তারা ভাতা তুলতে পারেন না।

এই সমস্যা সমাধানের জন্য লাইফ ভেরিফিকেশনের পাশাপাশি ভাতাভোগীদের ব্যবহৃত বিকাশ/নগদ করা মোবাইল নম্বর সংশোধন বা পরিবর্তনের কাজ করা হয়।

এর অংশ হিসেবে এখন মাঠ পর্যায়ে গিয়ে বিভিন্ন ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন ও তাদের ব্যবহৃত মোবাইল নম্বর সংশোধন বা পরিবর্তনের কাজ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।