হাজীগঞ্জে অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ২১:৫৯ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সোমবার (১২ জানুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
অভিযানে হাজীগঞ্জের ফার্মেসি, হাসপাতাল ও রেস্টুরেন্টসহ ৭টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় এবং যৌথ বাহিনী কর্তৃক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার, পচাবাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে হাজী সুইটসকে ৫০ হাজার টাকা, একই অপরাধে নবাবী হোটেলকে ১৫ হাজার টাকা, রিজিক হোটেলকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ সস ব্যবহার করার অপরাধে খাওয়া দাওয়া হোটেলকে ৩০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে মিডওয়ে ফার্মেসিকে ১০ হাজার টাকা, ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ার অপরাধে হাজীগঞ্জ জেনারেল হাসপাতালকে ৮ হাজার টাকা এবং মিথ্যা ডাক্তার পদবি ব্যবহার করার অপরাধে দেশ ফার্মেসিকে ৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন এবং যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে
