ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ব্রাহ্মণবাড়িয়ায় টাউন খাল দূষণমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় টাউন খাল দূষণমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খাল দখল ও দুষণমুক্ত করে নান্দনিক করে তুলতে উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে পৌরসভার পক্ষ থেকে টাউনখাল পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এ সময় তিনি খালটির বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং দ্রুত বর্জ্য অপসারণসহ করণীয় বিষয়ে পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

পরিচ্ছন্নতা অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক মো. শরিফুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউসার আহমেদ, শহর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস আরাসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক মো. শরিফুল ইসলাম বলেন, উন্নত দেশের মতো করে টাউন খালকে নান্দনিক ও উপভোগ্য করে তুলতে একটি পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। কারণ সংশ্লিষ্টদের আন্তরিকতার অভাব এবং জনগণের অসচেতনতার কারণে অস্তিত্ব সংকটে রয়েছে শহরের পানি নিষ্কাশনের অন্যতম এই খালটি। তাই খালটিকে দূষণ ও দখলমুক্ত করে ওয়াকিংওয়ে নির্মাণ, দুইপাশে বৃক্ষরোপণ আলোকসজ্জা করা হবে। সে সাথে কেউ যাতে নির্বিচারে খালে বর্জ্য না ফেলে সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহর ময়লা-আবর্জনা দিয়ে একেবারেই সয়লাব অবস্থা। তিতাস নদীরও করুণ দশা। সে সাথে ব্রাহ্মণবাড়িয়া শহরের পানি নিষ্কাশনের যে টাউন খাল রয়েছে সেটিও বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়ে পানি প্রবাহ নেই। খবর নিয়ে জেনেছি এর আগেও খালটি পুনরুদ্ধারে উদ্যোগ নেয়া হয়েছিল কিন্তু তারা সফল হতে পারেনি। সবদিক বিবেচনা করে পৌর প্রশাসকের সাথে আলোচনা করে একটি পরিকল্পিত উদ্যোগ হাতে নেয়া হয়েছে। বিশেষ করে খাল পাড়ের বাসিন্দাদের বর্জ্য অপসারণে পরিকল্পিত ব্যবস্থাপনা গ্রহণ করা হবে। একই সাথে বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ পরিবেশবিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা হয়েছে। আমরা চাচ্ছি সকলকে সাথে নিয়ে এই টাউন খালকে অবৈধ দখল উচ্ছেদা করে পুনরুদ্ধার ও পরিচ্ছন্ন করে একটি নান্দনিক খাল হিসেবে প্রতিষ্ঠা করতে।

প্রসঙ্গত, শহরের বুক চিরে বয়ে যাওয়া টাউন খালের দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। পৌর এলাকার গোকর্ণঘাট তিতাস নদী থেকে উৎপত্তি হয়ে টান বাজার এলাকার তিতাস নদীতে মিলিত হয়েছে খালটি। যা শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শহরের দুই অংশকে যুক্ত করেছে। ফলে এই খালটিকে ঘিরে গড়ে উঠেছিল শহরের প্রাচীন বাণিজ্যিক কেন্দ্র। এক সময় এ খাল দিয়ে বড় বড় নৌকায় করে ঢাকা, ভৈরব, নরসিংদীসহ বিভিন্ন স্থান থেকে পণ্য আনা নেওয়া করা হতো। এর আগেও কয়েক দফায় পরিষ্কার ও পুনরুদ্ধারের উদ্যোগ নেয়া হলেও তা স্থায়ী হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া,টাউন খাল,দূষণমুক্ত,পরিচ্ছন্নতা অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত