ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

গম চাষে আগ্রহ হারাচ্ছেন দিনাজপুরের কৃষকরা

গম চাষে আগ্রহ হারাচ্ছেন দিনাজপুরের কৃষকরা

দেশের উত্তরের কৃষিপ্রধান জেলা দিনাজপুর। খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বলে উত্তরের শস্যভাণ্ডার নামেও পরিচিত এ জেলা। এ জেলায় সব ধরনের ফসল ও শস্য উৎপাদন হলেও দেশের মোট উৎপাদিত গমের সিংহভাগই হয় এ জেলায়। তবে দিনাজপুরে গম চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। ফলে কয়েক বছরে ধীরে ধীরে এ অঞ্চলে কমেছে গম চাষ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ২০১৬-১৭ মৌসুমে জেলায় ৫৭ হাজার ৮২০ হেক্টর জমিতে গম চাষ হয়। এরপর কমতে থাকে গম চাষ। ২০১৭-১৮ মৌসুমে ৪১ হাজার হেক্টর, ২০১৮-১৯ মৌসুমে ৪০ হাজার ২২০, ২০১৯-২০ মৌসুমে ২০ হাজার ৬৫০, ২০২০-২১ মৌসুমে ১৫ হাজার ৪৫০ ও ২০২১-২২ মৌসুমে ১২ হাজার ১৯২ হেক্টর জমিতে গম চাষ হয়। ২০২৪ - ২০২৫ অর্থবছরে ২ হাজার ৩২ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা থাকলোও অর্জন হয়েছে ১ হাজার ৫২০ হেক্টর জমিতে।

বিগত বছরগুলোর জরিপ দেখলেই বোঝা যায়, এ অঞ্চলে গমের চাষ প্রতি বছরই কমছে। এভাবে চলতে থাকলে গম উৎপাদনের এ হার অর্ধেকেরও নিচে নেমে যেতে পারে। দাম ভালো পাওয়ায় এবং ঝামেলা কম থাকায় জেলায় গমের চেয়ে ভুট্টা ও আলু বেশি উৎপাদন হচ্ছে। আলু-ভুট্টার পাশাপাশি সরিষা চাষ করছেন কৃষকরা।

বীজ সংকট, বীজ পেতে ভোগান্তি, বীজ ও সার ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে চড়া দাম, সরকার নির্ধারিত দামে অসন্তোষসহ নানা কারণে কৃষক গম চাষে আগ্রহ হারাচ্ছেন বলে জানা গেছে।

বিএডিসি বীজ বিক্রয় ও বিতরণ কর্মকর্তা জানান, জেলায় বিএডিসির পর্যাপ্ত বীজ থাকা সত্ত্বেও গম চাষিরা গম চাষে আগ্রহ হারাচ্ছেন।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আবজাল হোসেন বলেন, দিনাজপুরে গম চাষ কমলেও এসব জমিতে সরিষা ও ভুট্টার চাষ হচ্ছে। জমি ফাঁকা নেই। সরিষার পরে কৃষক বোরো আবাদ করবেন। তবে আমরা কৃষকদের গম চাষে আগ্রহী করার চেষ্টা করছি।

গম চাষ,দিনাজপুর,কৃষক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত