পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৫:৩০ | অনলাইন সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে জেলার সুজানগর উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৩) একই উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ও ভ্যানচালক ছিলেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

সুজানগর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে সাগরসহ আরও দুই-তিন জন যুবক একটি বাড়িতে চুরি করতে যান। এসময় বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের মানুষ জড়ো হয়ে সাগরকে আটক করে। এক পর্যায়ে উত্তেজিত মানুষ মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ বলেন, গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন এবং মাথা ও পায়ের কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।