মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন ছামিনা ইয়াসমিন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৮:১১ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা ও মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাধ্যমিক পর্যায়) হিসেবে নির্বাচিত হয়েছেন ফুলতলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছামিনা ইয়াসমিন। তার এ অর্জনে শিক্ষক পরিবার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মঙ্গলবার জেলা প্রশাসকের সভা কক্ষে উপজেলা প্রশাসনিক কমিটি এবং জেলা পর্যায়ের প্রশাসনিক বাছাই কমিটি এ ফলাফল ঘোষণা করেন।

তিনি ২০০১ সাল থেকে শিক্ষকতা পেশায় যোগদান করেন। ২৪ বছরের শিক্ষকতায় তিনি শিক্ষার্থী ও তার শিক্ষণীয় বিষয়ের মাঝে যথার্থ সেতুবন্ধন রচনা করেছেন। তার আচার-আচরণে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তিনি মুন্সীগঞ্জ সদরের কোর্টগাঁও এলাকার মো. আমজাদ হোসেন ও মাতা আমেনা বেগমের মেয়ে।