মাগুরা-১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে রিটার্নিং অফিসার

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৮:৩৩ | অনলাইন সংস্করণ

  মাগুরা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে মঙ্গলবার সকালে মাগুরা-১ আসনের (সদর-শ্রীপুর) বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এবং দায়িত্বশীল অন্যান্য কর্মকর্তাগণ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোস্তাক আহমেদ, পুলিশ সুপার হাবিবুর রহমান, মেজর মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপঙ্কর ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মূহিদ, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

সকাল ১০টায় মাগুরা-১ আসনের অন্তর্গত বরিশাট কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরিদর্শন শুরু করে একে একে শ্রীপুর সরকারি এম.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চৌগাছি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করা হয়।

এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ কেন্দ্রসমূহের অবকাঠামো, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সিসি ক্যামেরা স্থাপন বিষয়সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সাংবাদিকদের জানান, “আপনারা জানেন, আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মাগুরা জেলায় দুটি সংসদীয় আসন রয়েছে—মাগুরা-১ ও মাগুরা-২। মাগুরা-১ আসন মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত। আমরা আজ শ্রীপুর উপজেলা পরিদর্শনে এসেছি। আমাদের মাগুরা জেলায় মোট ৩০১টি ভোট কেন্দ্র রয়েছে। মাগুরা-১ আসনের শ্রীপুর উপজেলায় রয়েছে ৫৮টি ভোট কেন্দ্র। এ সকল ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শরীরে বডি ক্যামেরা থাকবে। ভোটকেন্দ্রে যাতায়াত, ভোট প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে আমরা গণভোটের প্রচার-প্রচারণা শুরু করেছি। আমাদের সকল দপ্তরের মধ্যে সমন্বয় রয়েছে। সব প্রস্তুতি শেষ, এখন আমরা শুধু ১২ই ফেব্রুয়ারির অপেক্ষায় আছি।”