নকলায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী বাছাই
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৯:২১ | অনলাইন সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে কলেজ, বিদ্যালয় ও মাদ্রাসার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষার্থী এবং তিনটি গ্রুপে বিভিন্ন ইভেন্টে বিজয়ী উপজেলার সেরা শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকা মোতাবেক, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক চৌধুরী ছবরুননেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক (সমাজকর্ম) সৈয়দ সলিমুল হক, বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক গৌড়দ্বার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো. রেফাজ উদ্দিন ও মাদ্রাসা পর্যায়ে সহকারী শিক্ষক (গণিত) মোহাম্মদ সাইদুল হক উপজেলা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষার্থী হিসেবে চৌধুরী ছবরুননেছা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পৃথা দেব, বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষার্থী নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির সাদনান ফেরদৌস সদ্য ও মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষার্থী হিসেবে নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের মো. মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের চাহিদা মোতাবেক জমাকৃত কাগজপত্র যাচাই-বাছাই, শিক্ষা খাতে সার্বিক উন্নয়ন কর্মকান্ডসহ প্রাতিষ্ঠানিক উন্নয়ন কর্মকান্ডে জড়িত ও বিবিধ বিষয়াদির বিচার-বিবেচনায় এদেরকে উপজেলা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষার্থী হিসেবে ঘোষণা করেন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ বাস্তবায়ন কমিটি।
প্রসঙ্গত, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপি তিনটি গ্রুপে প্রতিটিতে অন্তত ১৭টি ইভেন্টে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ইভেন্টে কেরাত, হামদ, বাংলা রচনা, ইংরেজি রচনা, বাংলা কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা (একক), দেশাত্ববোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, লোক সঙ্গীত, নির্ধারিত বক্তৃতা, নৃত্য (উচ্চাঙ্গ), লোক নৃত্য, তাৎক্ষণিক অভিনয় ও দেয়াল পত্রিকা উল্লেখযোগ্য ছিল।
প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে উপজেলার সেরা বা শ্রেষ্ঠ প্রতিযোগি হিসেবে শিক্ষার্থীদের বাছাই করা হয়েছে।
