সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৯:৩৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোহেলকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। সে পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মৃত ফটিকের ছেলে।

র‌্যাব-১২’র অপস অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০২০ সালের ১৯ মার্চ ওই আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।

শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। সেইসাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদন্ডের শাস্তি প্রদান করা হয়।

এই রায়ের পর থেকে সে পরিচয় বদল করে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলের দিকে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।