কমলগঞ্জে চোখের সামনেই নষ্ট হচ্ছে কৃষকের কষ্টার্জিত ফসল

হিমাগার স্থাপনের দাবি

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৯:৫২ | অনলাইন সংস্করণ

  স্বপন দেব, মৌলভীবাজার

মৌলভীবাজারের অন্যতম কৃষিনির্ভর উপজেলা কমলগঞ্জ। কৃষি ভান্ডার খ্যাত এই উপজেলায় প্রতি বছর রেকর্ড পরিমাণ আলু, টমেটো ও বিভিন্ন মৌসুমি সবজি উৎপাদিত হয়ে আসছে।  এ অঞ্চলের কৃষকদের কষ্টার্জিত ফসল সংরক্ষণের জন্য একটি হিমাগার স্থাপনের দাবি দীর্ঘদিনের। কিন্তু বারবার আশ্বাস আর ফাইলবন্দী প্রস্তাবনার বেড়াজালে আটকে আছে কৃষকদের এই দাবিটি। হিমাগার স্থাপনের প্রস্তাবনায় সীমাবদ্ধতার অজুহাতে কৃষকের কষ্টার্জিত ফসল চোখের সামনেই পচে গলে নষ্ট হয় প্রতি বছর। এ কারণে চরম হতাশায় ভুগছেন এ অঞ্চলের কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর, মাধবপুর, আলীনগর, ইসলামপুর, মুন্সীবাজার, পতনঊষার, কমলগঞ্জ সদর, রহিমপুর ইউনিয়নসহ পৌর এলাকায় সারা বছর বিপুল পরিমাণ সবজি চাষ হয়ে থাকে। তবে হিমাগারের অভাবে ফসল তোলার মৌসুমে এসে কৃষকরা তার ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাই বাধ্য হয়ে কম দামে তাদের কষ্টার্জিত ফসল বিক্রি করতে হয়। নতুবা সংরক্ষণের অভাবে মাঠেই পচে গলে নষ্ট হয়ে যায় টন টন ফসল। 

কৃষকদের অভিযোগ, সংরক্ষণের সুবিধা থাকলে কৃষকরা অফ সিজনেও ভালো দামে তাদের ফসল বিক্রি করতে পারতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত বিভিন্ন সময়ে সরকারি পর্যায়ে হিমাগার নির্মাণের জন্য জায়গা নির্বাচন ও প্রাথমিক প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু অদৃশ্য কারণে সেই ফাইল আর আলোর মুখ দেখেনি। এ নিয়ে সৃষ্টি হয়েছে ধ্রুমজাল। কৃষক ও সচেতন মহলসহ স্থানীয় গণমাধ্যম কর্মীদের জোরালো দাবির মুখে মাঝে মধ্যে আশার বাণী শোনানো হলেও বাস্তবে এর কোনো অগ্রগতি বা কাজের কাজ কিছুই হচ্ছে না। এদিকে কমলগঞ্জের সাধারণ কৃষকসহ সচেতন মহলের এখন একটাই চাওয়া আর আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে কৃষকদের দীর্ঘদিনের এই বঞ্চনার অবসান ঘটানো হোক।

আদমপুর ইউনিয়নের মধ্যভাগ এলাকার টমোটো চাষী আব্দুল মতিন, শফিক মিয়া, মাধবপুর ইউনিয়নের শুকুরউল্লাহ গাঁও এলাকার আব্দুল মন্নান, নোয়াগাঁও গ্রামের আব্দুল কাইয়ুম ও জামাল মিয়া জানান, “আমরা বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে হাড়ভাঙ্গা খাটুনি দিয়ে ফসল ফলাই, কিন্তু ফসল সংরক্ষণের জায়গা না থাকায় আমাদের কষ্টার্জিত ফসল পানির দরে বিক্রি করতে হয়। একটা ঠান্ডামিল (হিমাগার) হলে আমাদের আর ঋণের জালে জড়াতে হতো না।”

স্থানীয় আলু চাষিদের বীজ সংগ্রহের জন্য পাশের উপজেলার ওপর নির্ভর করতে হয়। নিজের উপজেলায় একটি হিমাগার থাকলে তারা নিজেদের বীজ নিজেরাই সংরক্ষণ করতে পারতেন। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবী, এ অঞ্চলে হিমাগার স্থাপন হলে কৃষকরা বড় পরিসরে চাষাবাদে আগ্রহী হবেন, যা স্থানীয় অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায় বলেন, কমলগঞ্জ উপজেলায় টমেটোসহ বিভিন্ন শাক-সবজি, ফসল উৎপাদন হয়। টমেটোসহ শাক সবজি পচনশীল হওয়ার হিমাগার অতীব জরুরি। এ ব্যাপারে সরকারিভাবে প্রস্তাবনা দেয়া আছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, কমলগঞ্জ উপজেলায় হিমাগার স্থাপনের বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হয়েছে। তিনি জাতীয় নির্বাচনের পরপরই এ বিষয়ে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।