গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া: হাবিবুর রহমান

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ২০:২৩ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় পাবনার ঈশ্বরদীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদী পৌর এলাকার আলোবাগ ক্লাব মাঠে উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব।

তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন মরহুমা বেগম খালেদা জিয়া। একনায়কতন্ত্র থেকে দেশকে শৃংখল মুক্ত করতে তিনি এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে কখনো মাথা নতো করেননি। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ক্ষমতায় থাকাকালীন সময়ে উন্নয়নমূলক ব্যাপক কাজ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে দীর্ঘ সময় জেলখানাতে কাটাতে হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক সময় বলেছিলেন- বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। তার মৃত্যুর পর আজ সেটাই প্রমাণিত হয়েছে।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এটাই প্রমাণিত হয়েছে তিনি দলের নন, এদেশের মানুষের নেত্রী। তার জানাজার সময় রাজধানী ঢাকার প্রতিটি রাস্তাঘাট জনসমুদ্রে পরিপূর্ণ ছিল। বিশ্বের কোনো নারীর জানাজায় এতো মানুষের ঢল নামেনি।

দোয়া মাহফিলে সভাপতিত্বে করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাসেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোকলেসুর রহমান বাবলু, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পাবনা জেলার সাধারণ সম্পাদিকা মেহেরুন্নেসা।

দোয়া মাহফিল সঞ্চালন করেন পৌর মহিলা দলের সভানেত্রী রোকেয়া সুলতানা এবং পরিচালনা করেন ঈশ্বরদী পৌর মসজিদের খতিব রায়হানউদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা চামেলি খাতুন, আটঘরিয়া মহিলা দলের সাধারণ সম্পাদিকা শাহনাজ পারভিন, আটঘরিয়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা রাবেয়া বসরী, ঈশ্বরদী পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা আফরোজা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদিকা শরিফা আরজু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, বিএনপি নেতা হাসান আলী বিশ্বাস, দুলাল মন্ডল, রেজাউল করিম, মোয়াজ্জেম হোসেন, শাহ আলম লিটন মাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাধারণ সম্পাদ তানবীর হাসান সুমন, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, খোরশেদ আলম দিপু, আকরাম রায়হান বাবু, রাকিবুল হাসান আলম, সাইফ হাসান সেলিম, রাকিব হাসান সেন্টুসহ বিএনপিও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।