সাটুরিয়ায় গণভোটের প্রচারে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ২০:৪৭ | অনলাইন সংস্করণ

  সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬’ উপলক্ষে প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধুকরণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে সাটুরিয়া উপজেলার বালিয়টি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। 

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ও মানিকগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. খালেদুল করিম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আলী, সাটুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামান, সাটুরিয়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন।

অবহিতকরণ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদকর্মী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, জাতীয় নির্বাচনের দিন হা-না ভোট সম্পর্কে আমরা প্রথমে সরকারী কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা সেমিনার করছি। এছাড়া বিভিন্ন উপজেলায় অবহিতকরণ সভা করে যাচ্ছি। আশা করি নির্বাচনের আগে যে সময় আছে তার আগেই সাধারণ মানুষ হা-না ভোট সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। নির্বাচনের দিন সকল ভোটার একই সাথে নেতা নির্বাচন ও দেশ বির্নিমানে হা-না ভোট দেবেন।