রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেপ্তার
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ২১:৩২ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর জেলার মিঠাপুকুর থানায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় র্যাবের অভিযানে প্রধান পলাতক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিম এবং আরিফুল ইসলাম উভয়েই পূর্ব পরিচিত। গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে আরিফুল কৌশলে ভিকটিমকে তার বাড়িতে নিয়ে যায় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়ির শয়নকক্ষে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।
পরে ভিকটিম নিজে বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আরিফুল আত্মগোপনে ছিল।
উক্ত মামলা রুজু হওয়ার পর থেকেই র্যাব ছায়াতদন্ত অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারি ২০২৬ সন্ধ্যায় র্যাব-১৩, সিপিএসসি এবং র্যাব-২, সিপিসি-১, মোহাম্মদপুর, ঢাকা-এর একটি যৌথ আভিযানিক দল ডিএমপির কাফরুল থানাধীন শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।
অভিযানে এজাহারনামীয় প্রধান আসামি রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন খোর্দ্দ নারায়নপুর এলাকার মনছুর আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
