ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

পৌষ-সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারে শতবর্ষী মাছের মেলা

পৌষ-সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারে শতবর্ষী মাছের মেলা

মৌলভীবাজার জেলার শেরপুরে পৌষ-সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে শতবর্ষী ঐতিহ্যবাহী ‘মাছের মেলা’ অনুষ্ঠিত হয়েছে। এই মাছের মেলা এখন এই অঞ্চলের মানুষের জন্য ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে।

শতবর্ষী এই মাছের মেলা লোকমুখে বলা হলেও অনেকে বলছেন, প্রায় দেড় থেকে দুইশ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই মাছের মেলা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ নিয়ে মেলায় আসেন মাছ ব্যবসায়ীরা। এই মেলায় খুচরা ও পাইকারি মাছ বিক্রি করা হয়। মেলাকে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।

সোমবার (১২ জানুয়ারি) রাত থেকে শুরু হয়ে বুধবার (১৩ জানুয়ারি) সারা রাত চলে এই মেলা।

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর কুশিয়ারা নদীর পাড়ে শতবর্ষী এই মেলা বসেছে। ঐতিহ্যবাহী মেলায় সারারাত ও দিনে পৌষ-সংক্রান্তি উপলক্ষে পাইকারি ও খুচরা মাছ বিক্রি হয়। ছোট-বড় সব ধরনের দেশীয় মাছ পাওয়া যায় এ মেলায়। মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের দোকান বসে মেলার আশপাশে।

স্থানীয়ভাবে জানা যায়, প্রায় ১০০ বছর ধরে পৌষ-সংক্রান্তি ও নবান্ন উৎসবকে কেন্দ্র করে শেরপুরের কুশিয়ারা নদীর পাড়ে আয়োজন করা হয় এই মাছের মেলা। বরাবরের মতো এবারের মেলায় একটি বাঘ আইড় মাছের দাম চাওয়া হয়েছে লাখ টাকা।

কুশিয়ারা নদীর তীরে শেরপুর বাজারের দক্ষিণ মাঠে এ মেলা বসেছে। মেলা উপলক্ষে মৌলভীবাজারসহ আশপাশের জেলা থেকে প্রতিবছর কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। মেলায় আগত ব্যবসায়ীরা দুদিন আগে থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে মাছের আড়তদারদের কাছ থেকে মাছ নিয়ে আসেন। ছোট-বড় নানা জাতের মাছ মজুত করে রাখা হয়েছে এবং সোমবার থেকে বুধবার পর্যন্ত এসব মাছ বিক্রি হবে।

মাছের পাশাপাশি মেলায় বড় বড় দোকানে নানা ধরনের কৃষিপণ্য ও বিভিন্ন ধরনের আসবাব, শৌখিন জিনিসপত্র এবং শিশুদের খেলনার সামগ্রী নিয়েও বসেছে অনেক দোকান।

এলাকার প্রবীণরা জানান, প্রায় শতবছর আগে বিভিন্ন হাওর ও কুশিয়ারা নদী থেকে মাছ শিকার করে পৌষ-সংক্রান্তি ও নবান্ন উৎসবকে কেন্দ্র করে বিক্রি করা হতো। কালে কালে এই মাছের মেলার বিস্তার লাভ করেছে। বর্তমানে এই মেলা দেশের অন্যতম বৃহৎ মাছের মেলা হিসেবে পরিচিতি পেয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, শেরপুরের মাছের মেলা উপলক্ষে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেলায় আগত মাছ ব্যবসায়ী অধীর দাস ও কাজল পাল বলেন, আমরা প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে মাছের ব্যবসা করছি। ঐতিহ্যবাহী এই মেলায় আমরা প্রতি বছরই আসি। এখান থেকে পাইকারি মাছ কিনে স্থানীয় বাজারে পৌষ-সংক্রান্তি উপলক্ষে বড় ও ছোট মাছ বিক্রি করে আসছি।

মেলায় আগত সৌখিন ক্রেতা দেলওয়ার হোসেন ও অশোক সরকার বলেন, আমরা শখের বসে প্রতিবছর এই মেলায় আসি। এই মেলায় সব ধরনের বড় বড় মাছ দেখা যায়। আমরা সামর্থ্য অনুযায়ী মাছ কিনে নিই। এখানে এত বড় মাছ ওঠে, যা কল্পনা করার মতো নয়। তবে দাম এবারও বেশি। এই মেলা শতবছর ধরে ঐতিহ্য বহন করে আসছে।

মেলায় আগত মানুষের আকর্ষণ থাকে বড় মাছের প্রতি। বিশেষ করে বাঘাইড়, বোয়াল, কাতলা, আইড়, চিতল, রুই, সিলভার কার্পসহ বিভিন্ন ধরনের মাছ বেশি পাওয়া যায়।

শেরপুরের বড় মাছের মেলা ছাড়াও মৌলভীবাজারে পৌষ-সংক্রান্তি উপলক্ষে সকল ছোট-বড় বাজারে মাছের মেলা বসে। স্থানীয় ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জায়গা থেকে বড় বড় মাছ সংগ্রহ করে পৌষ-সংক্রান্তির মাছের মেলায় বিক্রি করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, মাছের মেলা উপলক্ষে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

শতবর্ষী মাছের মেলা,মৌলভীবাজার,পৌষ-সংক্রান্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত