বেগমগঞ্জে বেকার যুবকদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ২২:০২ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে গোপালপুর ফাউন্ডেশনের উদ্যোগে বেকার যুবকদের স্বনির্ভর করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সহায়তায় মৎস্য চাষ প্রশিক্ষণের সনদ বিতরণ ও ভাতা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে গোপালপুর আবদুল মজিদ সুপার মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেগমগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টু।

বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ ইয়ুথ ক্লাবের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন এবং গোপালপুর ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. নুর নবী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আক মামুন স্যারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন মিন্টু বলেন, দক্ষ যুবশক্তি সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যুবকরাই চেঞ্জ মেকার। যুগে যুগে সকল অসাধ্য সাধিত হয়েছে তাদের হাত ধরেই। গোপালপুর ফাউন্ডেশনের উদ্যোগে যে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে, তা এই জনপদের যুবকদের জন্য আশীর্বাদ। আশাকরি তোমরা এই প্রশিক্ষণ বাস্তব জীবনে কাজে লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন করবে।

সভাপতির বক্তব্যে মিজানুর রহমান বলেন, সরকার যুবকদের স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। তারই আলোকে যুব উন্নয়ন অধিদপ্তর যোগ্য যুবকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি আশাকরি এই প্রশিক্ষণ আপনাদের জীবনে আলোর দিশা হিসেবে পরিগণিত হবে।

গোপালপুর ফাউন্ডেশনের প্রশিক্ষণ বিভাগের ইনচার্জ আবদুল মতিনের সঞ্চালনায় প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোরশেদ আলম ও মেহেদী হাসানসহ অন্যান্যরা।