চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৫:২৫ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের ওয়ারলেছ এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শাহজালাল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। গতকাল মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে ওয়ারলেছ মোড় তরপুরচন্ডি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
নিহত যুবক শাহজালাল জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের মোল্লা বাড়ির মৃত শাহ আলমের ছেলে। আহত যাত্রী মো. মমিন (১৯) একই এলাকার কুদ্দুসের ছেলে। অপর আহত যাত্রীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, রাতে অটোরিকশায় করে নিহত শাহজালালসহ যাত্রীরা শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে যাত্রীরা গুরুতর আহত হন।
সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয়দের সহযোগিতায় আহত তিন যাত্রীকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মমিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শাহজালালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় মারা যান। অপর আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, নিহত যুবকের মরদেহ সদর হাসপাতালে আনা হয়েছে এবং তার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রানা সাহা বলেন, নিহত শাহজালালের ইন্টারনাল ইনজুরির কারণে তাকে ঢাকায় রেফার করা হয়েছিল।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনায় কবলিত পিকআপ ভ্যান ও অটোরিকশা পুলিশ লাইন্সে জব্দ রয়েছে। ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
