সিরাজগঞ্জে সাংবাদিকের বাসভবনে বোমা নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:৪০ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে প্রেসক্লাব চত্বরে গণমাধ্যমকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি বিএনপি নেতা হারুন-অর-রশিদ খান হাসান।

তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একজন সাংবাদিকের বাসভবনে রাতের অন্ধকারে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। অবিলম্বে এ হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি এবং সেইসাথে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার দাবি জানান।

মানববন্ধনে প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, সাবেক সহ-সভাপতি এস, এম তফিজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক বাবু ইসলাম, সাবেক অর্থ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক শেখ এনামুল হক, আলমগীর কবির, শফিক মোহাম্মদ রুমনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি রাতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে তার মা সাবেক পৌর কাউন্সিলর বেগম খোদেজা মান্নান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যেই এ মামলার তদন্ত শুরু করছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।