সোনারগাঁওয়ে বেকারী মালিককে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ২১:১৪ | অনলাইন সংস্করণ

  সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতকরণের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে কাঁচপুর সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে গোল্ডেন প্লাস নামের বেকারী মালিককে এ জরিমানা করা হয়। 

অভিযানে নারায়ণগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক অভিযানের নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশের  উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়ালসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য।  

জানা যায়, উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় দীর্ঘদিন ধরে গোল্ডেন প্লাস নামের একটি বেকারী অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিপিবদ্ধ না করে বাজারজাত করে আসছে। বিষয়টি ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরে আসে। পরে বুধবার দুপুরে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।