শাহরাস্তিতে খাল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৬:৫৫ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া থেকে খুরশীদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে সূচিপাড়া ইউনিয়নের ফেরুয়া গ্রামের হাজী বাড়ি সংলগ্ন খালের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন।

পরে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

খুরশীদা বেগম সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আয়নাতলী ফেরুয়া গ্রামের পূর্ব হাজী বাড়ির মৃত মোহাম্মদ আলীর মেয়ে। তার কোনো সন্তান নেই এবং স্বামীর সঙ্গে বেশ কয়েক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, খুরশীদা বেগম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বাবার বাড়িতে থাকতেন। গত প্রায় ৫ বছর ধরে তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বাড়ির লোকজন তাকে বিভিন্ন স্থানে চিকিৎসা করান। প্রায় সময় তিনি কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। পরে লোকজন গিয়ে তাকে খুঁজে আনতেন।

বুধবার (১৪ জানুয়ারি) দিনগত রাত ১০টার দিকে খাবারের পর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। সকালে তাকে নাস্তা খাওয়ার জন্য ঘরে ডাকতে গিয়ে খুঁজে পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে মরদেহ পাওয়া গেছে—এমন সংবাদে ওই বাড়ির লোকজন সেখানে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে ওই বৃদ্ধার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।