সিরাজগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৭:১০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে পণ্যবাহী ট্রাকচাপায় বৃদ্ধ হারান চন্দ্র মাহাতো (৬৫) নিহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার ক্ষিরিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হারান চন্দ্র ওই গ্রামের মৃত কালীচরণ মাহাতোর ছেলে।
রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার সন্ধ্যায় ওই বৃদ্ধ স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় উল্লেখিত স্থানে রাস্তা পার হওয়ার সময় কাজী ফার্মসের দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
