রংপুর চার ইটভাটায় ১৪ লক্ষ টাকা জরিমানা

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৭:২২ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর র‌্যাব-১৩ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় চারটি ইটভাটাকে ১৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রংপুর র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, নিম্নমানের মাটির ব্যবহার, মানমাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার করায় ৪টি ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, বুধবার বিকেলে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের চৌকস আভিযানিক দল এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দিনাজপুর জেলা পুলিশ, পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের প্রতিনিধির উপস্থিতিতে দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

এসময় বাংলাদেশ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ১৪/১৫/১৮ ধারা অনুসারে লাইসেন্স ব্যতীত/জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত নিম্নমানের মাটির ব্যবহার, মানমাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং নিষিদ্ধ এলাকায় অবৈধ ইটভাটা স্থাপনের অপরাধে ইটভাটার মালিক মো. রাশেদ, মো. জুয়েল ও দুলাল রায়কে ৩ লক্ষ টাকা করে এবং মহসিন আলীকে ৫ লক্ষ টাকাসহ সর্বমোট ১৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।